আপন ছায়া (হার্ডকভার)
আপন ছায়া (হার্ডকভার)
৳ ৩০০   ৳ ২৫৫
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

যেকোনো দেশের কবিতা, সে ইংরেজিই হোক, সে ফরাসিই হোক, কিংবা বাংলাই হোক সে তার নিজস্ব পরিমণ্ডলের প্রভাবে প্রভাবিত হতে বাধ্য। একটি দেশের একটি বিরাট রকমের মানসিক লাবণ্যের স্মারকচিহ্ন হচ্ছে সেই দেশের সাহিত্য-শিল্প তথা কবিতাও। পরিবেশের প্রভাবে সেই কবিতা বারবার চেহারা বদল করে। কখনো বিপ্লব এসে তাকে বলীয়ান শব্দসম্ভার উপহার দিয়ে যায়। কখনো রাজনীতির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা তাকে ব্যথিত আঁধারের বর্ণমালা করে। কখনো দুর্ভিক্ষে সে দীন, প্লাবনে সে প্রলয়চিহ্নগত। কখনো আবার মহামারির মৌলিক জরার আঁচড়ে আচমকা কেঁপে ওঠে তার শরীর। এক একবার এক এক রকম পরিস্থিতির উদ্ভব হয় আর সেই পরিস্থিতির বীজ ভেঙে নতুন চারার মতো নতুন পাতা এবং শিকড় জড়িয়ে বেরিয়ে আসে নতুন ধরনের কবিতা। বাংলাদেশেও এই রকম সাতপাঁচ পরিস্থিতির হরহামেশা আবহাওয়ায় কবিতার স্বভাব থেকে শুরু করে তার ভাষা ব্যবহার, প্রকরণগত শৈলী এবং আঙ্গিক-প্রকরণও পাল্টে গেছে বারবার। কখনো সেই কবিতায় রাজনৈতিক শোষণ থেকে বেরিয়ে আসার বিদ্রোহী চিহ্ন পড়েছে। কখনো কম্পমান কৃষ্টির দুর্ভিক্ষ তাকে দীনতায় আচ্ছন্ন করার সঞ্চারে হয়েছে উজ্জীবিত।

Title : আপন ছায়া
Author : আবুল হাসান
Publisher : ঐতিহ্য
ISBN : 9789847763392
Edition : 1st Published, 2024
Number of Pages : 136
Country : Bangladesh
Language : Bengali

আবুল হাসান ১৯৪৭ সালের ২৭ আগস্ট গােপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস পিরােজপুর জেলার নাজিরপুরের ঝনঝনিয়া গ্রামে। তিনি ঢাকার আরমানিটোলা সরকারি বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি এবং ১৯৬৫ সালে। বরিশালের ব্রজমােহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হলেও মধ্যপথে প্রাতিষ্ঠানিক পড়াশােনার ইতি ঘটান। ১৯৬৯ সালে দৈনিক ইত্তেফাকের বার্তা বিভাগে যােগদানের মাধ্যমে শুরু হয় তার কর্মজীবন । পরবর্তীকালে দৈনিক গণবাংলা (১৯৭২-১৯৭৩), দৈনিক জনপদ (১৯৭৩-৭৪) পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবুল হাসানের প্রকাশিত গ্রন্থ : রাজা যায় রাজা আসে (১৯৭২), যে তুমি হরণ করাে (১৯৭৪), পৃথক পালঙ্ক (১৯৭৫)। তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয় ‘আবুল হাসানের অগ্রন্থিত কবিতা' (১৯৮৫), কাব্যনাট্য ‘ওরা কয়েকজন (১৯৮৮), আবুল হাসানের গল্প (১৯৯০)। জীবদ্দশায় আবুল হাসান উল্লেখযােগ্য কোনাে পুরস্কার পাননি। মরণােত্তর পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৮২)। আবুল হাসান ১৯৭৪ সালের ১৯ নভেম্বর জার্মানির বার্লিন যান চিকিৎসার জন্য, ফিরে আসেন ১৯৭৫ সালের ফেব্রুয়ারিতে। ১৯৭৫ সালের ২৬ নভেম্বর মাত্র আটাশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]